শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এবার ‘বেশ কিছু’ ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

প্রিয় রাজশাহী ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী দাবি করেছে যে, কোরীয় উপদ্বীপের পশ্চিমে সাগরের দিকে ‘বেশ কিছু’ ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। শনিবার সকালে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পিয়ংইয়ং। এর আগে বুধবার সর্বশেষ দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল দেশটি।

তুরস্কের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মুখোমুখি অবস্থায় থাকা পিয়ংইয়ং ও ওয়াশিংটন উভয়েই এখন কোরীয় অঞ্চলে নিজেদের সামরিক ক্ষমতার প্রদর্শন বাড়িয়েছে। তার মধ্যেই এবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর সামনে এলো।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর ৪টার পর থেকে ওই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় বলে মনে করা হচ্ছে।

এর আগে বুধবার দক্ষিণ কোরিয়ায় বিরল এক সফরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রে সজ্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী একটি সাবমেরিন হাজির হওয়ার কয়েক ঘণ্টা পর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া।

বৃহস্পতিবার দেওয়া এক হুমকিতে পিয়ংইয়ং বলেছে, যুক্তরাষ্ট্র যদি দক্ষিণ কোরিয়ায় কোনো বিমানবাহী রণতরী, বোমারু বা ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করে, তাহলে তা তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের শর্ত পূরণ করবে। তার পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল কিম জং উনের দেশ। সূত্র: যুগান্তর

প্রি/রা/আ

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.