নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২০ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ২ জন, তানোর থানা ৪ জন, মোহনপুর থানা ৩ জন, বাগমারা থানা ২ জন, পুঠিয়া থানা ১ জন, চারঘাট থানা ৩ জন ও বাঘা থানা ৫ জনকে আটক করে।
যার মধ্যে ১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ২ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
গোদাগাড়ী থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
মোহনপুর থানা পুলিশ মোঃ নজরুল ইসলাম খাঁ (৫২) কে ১০২ গ্রাম গাঁজাসহ আটক করে।
পুঠিয়া থানা পুলিশ মোঃ আসাদুল ইসলাম ডলার (২৩) কে ৪০ পিচ ট্যাফেনটাডোল ট্যাবলেটসহ আটক করে।
আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রি/রা/শা