প্রিয় রাজশাহী ডেস্কঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজারের কাছে পদ্মা নদীতে জেলের জালে ২২ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে রাব্বানী খাঁ নামে এক জেলের জালে মাছটি ধরা পড়েছে।
রাব্বানী খাঁ বলেন, বাংলাবাজারের কাছে পদ্মা নদীতে সকালে জাল ফেলে দুপুর ১২টার দিকে জাল টান দিলে কাতল ও পাঙাশ মাছ ধরা পড়ে।
দুপুর দেড়টার দিকে বাংলাবাজারে কাতল মাছটি এনে ওজন করে দেখা যায় ২২ কেজি। পাঙাশটির ওজন ছিল সাড়ে সাত কেজি।
স্থানীয় মাছ ব্যবসায়ী নাসির উদ্দিন কাতলটি ২২ হাজার টাকায় কিনে নেন।
প্রি/রা/শা