নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইএম খায়রুজ্জামান লিটন।
শনিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন তিনি।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শনিবার দুপুর আড়াইটা ও বিকেল ৫টার দিকে চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজের একদিন পর দুই শিশু লাশ উদ্ধার করেছে।
মৃত শিশুরা হলো ইমতিয়াক হোসেন সিয়াম (১২) ও সজীব হোসেন (১২)। সিয়ামের বাড়ি নগরের চরশ্যামপুর এবং সজীব হোসেনের বাড়ি সাতবাড়িয়া মহল্লায়।
প্রি/রা/শা