প্রিয় রাজশাহী ডেস্কঃ দ্বিতীয় রাউন্ডের চতুর্থ ম্যাচে আবাহনীর কাছে হারের পর অসাধারণ এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।
২০২০ সালে পেশাদার ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেক হওয়া দলটি এবার দেশের ফুটবলের প্রতিষ্ঠিত তিন ক্লাব মোহামেডান, শেখ জামাল ও শেখ রাসেলকে পেছনে ফেলে লিগ শেষ করেছে তিনে থেকে।
শনিবার মুন্সীগঞ্জে বাংলাদেশ পুলিশ শেষ ম্যাচে ৩-২ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। এটি লিগে তাদের টানা ষষ্ঠ জয়।
আবাহনীর কাছে হারার পরে ম্যাচে শক্তিশালী বসুন্ধরা কিংসকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল পুলিশ। তারপর প্রতি ম্যাচে মাঠে গিয়ে ফিরেছে জয় নিয়ে। শেষ ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তারা টেবিলের তিনে। তাদের মোট পয়েন্ট ৩৫।
শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে পুলিশের গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ, কলোম্বিয়ার মাতেও প্যালাসিওস। চট্টগ্রাম আবাহনীর গোলদাতা নাইজেরিয়ার ডেভিড ওজুকু ও মো.নাহিয়ান। ২০ ম্যাচে ১০ জয় এবং পাঁচটি করে ড্র ও হারে লিগ শেষ করলো পুলিশ।
২০২১ সালে পুলিশ লিগ শেষ করেছিল ৯ এ থেকে। গত আসরে অবস্থান ছিল ৮ নম্বরে। এবার এক লাফে পাঁচ ধাপ এগিয়ে উঠে এলো তিনে।
পুলিশের জয়ে কপাল পুড়েছে মোহামেডানের। পুলিশ হারলে মোহামেডান তিনে থেকে লিগ শেষ করতে পারতো। মোহামেডান শেষ ম্যাচে রহমতগঞ্জকে হারিয়েও লিগ শেষ করলো চারে থেকে। পাঁচে শেখ রাসেল ও ছয়ে শেখ জামাল। সূত্রঃ জাগো নিউজ।
প্রি/রা/শা