শনিবার | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ই-কারাত চ্যাম্পীয়নশিপে স্বর্ণপদক প্রাপ্তদের পদক পড়ালেন রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: ওয়াল্ড কারাতে ইউনিয়ন ফেডারেশন এর উদ্যোগে ঢাকা মিরপুর ইনডোরে অনুষ্ঠিত ইন্টারন্যশনাল কারাতে ই-কারাত চ্যাম্পীয়নশিপে রাজশাহী শিক্ষা বোর্ডের অংশগ্রহনে ৩টি স্বর্ণপদক অর্জন করে। স্বর্ণপদক অর্জনকারী বিজয়ীরা হলেন মোসা: ফাতেমা, মোসা: সাবরিনা আক্তার, মো: হাসান আলী।

কোচ হিসেবে দ্বায়িত্ব পালন করেন শেখ মাহমুদুননবী তুষার। ম্যানেজারের দায়িত্ব পালন করেন তন্ময় ঘোষ সুজন। স্বর্ণপদক জয়ী টিম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীতে পৌচ্ছালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসার মো: কামরুল ইসলাম তাদের আবরো স্বর্ণপদক পরিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর সচিব মো: হুমায়ন কবীর, দ্বায়িত্ব প্রাপ্ত ক্রীড়া অফিসার মো: ওয়ালিদ হোসেন, সহকারী বোর্ড কন্টোলার মঞ্জুর রহমান।

আরো উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক, বিদ্যালয় পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত কলেজ পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রি/রা/আ

 

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.