নিজস্ব প্রতিবেদকঃ দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহায়তায় সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট “রিথিংক” এর আয়োজনে ৫নং ওয়ার্ডের পরিচ্ছন্নকর্মীদের নিয়ে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক দিনব্যাপি কর্মশালা উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।
রবিবার সকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডে মহিষবাথান আদর্শ বালিকা উ”চ বিদ্যালয় সম্মেলন কক্ষে ব্রিটিশ কাউন্সিল এর ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের অধীনে
কর্মশালায় পাঁচ নং ওয়ার্ডে সকল ড্রেন শ্রমিক,ঝাড়ুদার, ভ্যান শ্রমিক সহ অন্যান্য কর্মীরা উপ¯ি’ত ছিলেন। এ সময় উপ¯ি’থ ছিলেন ওয়ার্ড সচিব সালে আবু উমাইয়া সেলিম,স্বা¯’্য সহকারী (টিম লিডার) তারেক হাসান, চন্দন সরকার। কর্মশালা পরিচালনা করেন রিথিংক কো-অর্ডিনেটর মোঃ জিহাদুল ইসলাম, মনিরুল ইসলাম সবুজ, মানতাকা আক্তার প্রিতু।
প্রি/রা/শা