রাজশাহী মহানগরীতে শিশু ধর্ষকের বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানবন্ধন করা হয়।
মানববন্ধনে জানানো হয়, গত ১৮ জুন রাজশাহী নগরীর আসাম কলোনী এলাকায় রশিদ সরদার ৫ টাকার লোভ দেখিয়ে সাত বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় অভিযুক্ত রশিদকে স্থানীয়দের সহযোগীতায় আসাম কলোনী (নিউ কলোনী) এলাকা থেকে চন্দ্রিমা থানা পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়। শিশুটিকে ৫ টাকার লোভ দেখিয়ে কৌশলে রশিদ তার লন্ড্রির দোকানে ধর্ষণ করে রশিদ সরদার। কারণ তার নিজের কন্যা সন্তানও রশিদের কাছে নিরাপদ না।
এ কারণে তার স্ত্রী মেয়েদের সব সময় নিষেধ করেন তার বাবার কাছে না যাওয়ার জন্য। ধর্ষক রশিদের উপযুক্ত শাস্তি ফাঁসির দাবি জানানো হয় ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগির বাবা রুহুল আমিন, তার মা সুলতানা পারভীন শান্তা, স্থানীয় তারিকুর রহমান, মিলন হোসেন, জোছনা খাতুনসহ এলাকার প্রায় অর্ধশতাধিক ব্যক্তি।