নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী পার্লার ওনার্স আয়োজিত সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নগরীর নানকিং দরবার হলে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক মোহাম্মদ সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এস আই টি এর সহকারী পরিচালক দেবব্রত বিশ্বাস, মো:মাসুম আলী সহকারী পরিচালক জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী জেলা, মো: ফাহিম ফায়সাল সহকারী প্রকৌশলী, বিসিক জেলা কার্যালয় রাজশাহী, মো: রফিকুল ইসলাম স্বাধীন উপদেষ্টা পার্লার ওনার্স অ্যাসোসিয়েশন অব রাজশাহী, জেসমিন আরা বিউটি সহ- সভাপতি পার্লার ওনার্স অ্যাসোসিয়েশন অব রাজশাহী, উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্লার ওনার্সের সভাপতি রুকসানা হুদা।
সভায় প্রধান অতিথি বলেন গ্রাহক সেবার মান উন্নত করার জন্য সেলুন মালিকদের দিক নির্দেশনা দেন এবং বিশেষ অতিথি বিএসটিআই সহকারী পরিচালক দেবব্রত বিশ্বাস বলেন পণ্য কেনার সময় বিএসটিআই লোগো মেয়াদ উত্তীর্ণ তারিখ ও ঠিকানা আছে কি না দেখে কসমেটি কিনতে বলেন। এতে রাজশাহীর শতাধিক সেলুন মালিক অংশগ্রহণ করেন।
প্রি/রা/শা