নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৪৮ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ১০ জন, তানোর থানা ৬ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ১০ জন, দুর্গাপুর থানা ৩ জন, পুঠিয়া থানা ৩ জন, চারঘাট মডেল থানা ১৩ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।
যার মধ্যে ৩৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৪ জনকে মাদকদ্রব্যসহ ১০ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানা পুলিশ মোঃ মহসিন(২২) কে ২০গ্রাম হেরোইনসহ আটক করে।
বাগমারা থানা পুলিশ সুবাষ কুমার শিং(৩০) কে ২০লিটার চোলাইমদসহ আটক করে।
ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক বাগমারা থানা এলাকা হতে মোছাঃ শ্যামলী খাতুন(৩২) ও মোছাঃ বৃষ্টি খাতুন(২০) কে ৮০গ্রাম হেরোইন ও ২৫পিচ ইয়াবাসহ আটক করে।
আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রি/রা/শা