মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে ইন্টার মায়ামির দারুণ জয়

প্রিয় রাজশাহী ডেস্কঃ অভিষেকেই দৃষ্টিনন্দন ফ্রি-কিকে ইন্টার মায়ামিকে জয় এনে দিয়েছিলেন লিওনেল মেসি। এবার নিজের দ্বিতীয় ম্যাচে আগের পারফরম্যান্সকেও ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

আজ লিগ কাপের ম্যাচে মেসিদের দল ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আটলান্টা ইউনাইটেডকে। ম্যাচে নিজে জোড়া গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

ক্রুজ আজুলের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না মেসি। নেমেছিলেন বিরতির পর। তবে এবার ম্যাচের শুরু থেকেই মাঠে ছিলেন তিনি। শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে মুহুর্মুহু হানা দিয়ে আদায় করে নেন জোড়া গোল। তাঁর ঝলকে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মায়ামি।

অষ্টম মিনিটেই বার্সেলোনার সাবেক সতীর্থ সের্হিও বুসকেতসের পাসে অনেকটা দৌড়ে ডান পাশের পোস্টে বল পাঠিয়ে দেন মেসি। ২২তম মিনিটে রবার্ট টেইলরের পাসে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। মেসির কারণে ইন্টার মায়ামির আক্রমণভাগের বাকি খেলোয়াড়দের জন্য অনেকটা ফাঁকা জায়গা তৈরি হয়। আর ৪৪তম মিনিটে সেই সুযোগ কাজে লাগিয়ে গোল আদায় করে নেন টেইলর। ৫৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখাও পান তিনি। তবে এবারের গোলে অবদান ছিল মেসিরও।

৭৮তম মিনিটে মেসি যখন মাঠ ছাড়েন, পুরো গ্যালারি তখন উচ্ছ্বাসে ভাসছে। দাঁড়িয়ে তাঁর প্রতি সম্মান জানান সমর্থকরা। অনেকের গায়ে ছিল মেসির ১০ নম্বর জার্সি। এর মধ্যেই মাঠে এক মেসি-ভক্ত প্রবেশ করেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের কাছে পৌঁছার পর অবশ্য ইন্টার মায়ামির নতুন কোচ টাটা মার্টিনো নিরাপত্তারক্ষীদের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর ওই ভক্তকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

প্রি/রা/শা

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.