নিজস্ব প্রতিবেদক : আজ ২৭ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। আজ সকালে এ শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর শাখার সভাপতি ও রাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বিপুল, সহ-সভাপতি কুতুবুল আলম, নাট্য বিষয়ক সম্পাদক শুকুর আলী সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, কার্যনির্বাহী সদস্য শওকত হাবিব মিনার ও বিভিন্ন ওয়ার্ডের আহবায়ক ও যুগ্ন আহবায়ক।
প্রি/রা/আ