মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিবারকে যা বললেন তাহের হত্যা মামলার ফাঁসির আসামি মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদকঃ ডক্টর তাহের হত্যা মামলায় ৪ নম্বর আসামি ড. মহিউদ্দিনের ফাঁসি কার্যকর হবে আজ রাত ১০টায়। তার ফাঁসির খবরে জান্দি গ্রামের লোকজন স্তব্ধ হয়ে গেছে।

ড. মহিউদ্দিনের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে। তিনি অধ্যাপক তাহের হত্যা মামলার ৪ নম্বর আসামি ছিলেন।

এ বিষয়ে ড. মহিউদ্দিনের আপন চাচাতো ভাই ছিকু মিয়া জানান, গত মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত রাজশাহী জেলা কারাগারে মহিউদ্দিনের সঙ্গে পরিবারের লোকজনসহ শেষ দেখা করি। কারা কর্তৃপক্ষের নির্দেশ মতো আমরা সেখানে পরিবারের ৫ সদস্য দেখা করি। সেখানে মহিউদ্দিনের স্ত্রী, ভাই আরজু মিয়া, বোন রিনা বেগম, আমি চাচাতো ভাই ছিকু মিয়া ও আরেক চাচাতো ভাই শাহীন মিয়া।

কারাগারের ভেতর থেকে পরিবারের লোকজনকে ড. মহিউদ্দিন বলেছেন— অধ্যাপক তাহের ছিলেন আমার বাপের সমতুল্য। তিনি আমাকে হাতে গড়ে মানুষ করেছেন। তার হত্যাকাণ্ডের বিষয়ে আমি কিছুই জানি না। আমি সম্পূর্ণ নির্দোষ। আমি ন্যায়বিচার পেলাম না। আমি আল্লাহর কাছে এর বিচার দিলাম। তবে আমাকে বাবার কবরের পাশে দাফন করিও।

ড. মহিউদ্দিন তার স্ত্রীকে বলেছেন— যেহেতু বাংলাদেশে আমি ন্যায়বিচার পেলাম না, সেহেতু তুমি জায়গা জমি বিক্রি করে ছেলেমেয়ে নিয়ে অস্ট্রেলিয়া চলে যাও।

মহিউদ্দিনের ছোটভাই আরজু মিয়া বলেন, আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার ভাই ৪ নম্বর আসামি ছিলেন। কিন্তু এক ও দুই নম্বর আসামি খালাস পেল অথচ আমার ভাইয়ের ফাঁসি বহাল থাকল। আমার ভাই নির্দোষ ছিলেন, বিধায় মামলা সম্পর্কে তেমন কোনো গুরুত্ব দেয়নি। আমার ভাইয়ের বিচার আল্লাহর কাছে দিলাম।

মহিউদ্দিনের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তিনি রাজশাহী নিজ বাড়িতে থাকেন।

প্রি/রা/শা

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.