প্রিয় রাজশাহী ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার (১৮) অনশনের ঘটনা ঘটেছে। সোমবার বিকালে (৪টা) এ রিপোর্ট লেখার সময় প্রেমিকের বাড়িতেই অবস্থান করছিলেন ওই প্রেমিকা।
এর আগে সোমবার সকাল ৯টা থেকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মালেক মিস্ত্রীর বাড়ির মো. আকাশের (২২) বাড়িতে অনশন শুরু করেন ওই প্রেমিকা। প্রেমিক আকাশ একই বাড়ির কামাল উদ্দিনের ছেলে।
প্রেমিকার দাবি, ৭ মাস আগে তাদের সঙ্গে প্রথমে মোবাইল ফোনে যোগাযোগ হয়। একপর্যায়ে তা প্রেমে রূপ নেয়। রোববার প্রেমিক আকাশ তাকে বিয়ে করবে বলে বের হতে বলে।
প্রেমিকের ডাকে সাড়া দিয়ে বের হয় সে (প্রেমিকা)। বের হয়ে দেখে আকাশের ফোন বন্ধ। উপায় না পেয়ে সকালে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয় সে। এদিকে প্রেমিকা আসার খবর পেয়ে আকাশ বাড়ি থেকে পালিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম শিপন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়েটি বিয়ের দাবিতে কঠোর অবস্থান করছে। অপরদিকে ছেলেকে পাওয়া যাচ্ছে না।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, বিষয়টি কেউ এখনো আমাকে জানাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সূত্রঃ যুগান্তর।
প্রি/রা/শা