সোমবার | ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জেলা পরিষদের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানালেন নবনির্বাচিতরা

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতি রাজশাহী জেলা শাখার নবনির্বাচিত সভাপতি আলেফ আলী ও সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বুধবার (২ আগষ্ট) নিজ কক্ষে জেলা পরিষদ চেয়ারম্যানের হাতে এই ফুলেল শুভেচ্ছা তুলেদেন নবনির্বাচিত সভাপতি আলেফ আলী ও সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফুলেল শুভেচ্ছা প্রদানকালে চেয়ারম্যান বলেন, আমি আশা করি, রাজশাহী জেলা শাখার নব নির্বাচিত এই নেতৃবৃন্দ অনেক ভালো ভালো কাজ করে রাজশাহী জেলা পরিষদকে আরো গতিশীল করবেন এবং জেলা পরিষদের সুনাম উত্তোরত্তর বৃদ্ধি করবেন।

আমি এই নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাফল্য কামনা করছি। এসময় নব নির্বাচিত নেতৃবৃন্দ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসানের নিকট ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এজাজুল আলম, উপ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, চেয়ারম্যানের ব্যাক্তিগত সচিব ফজলে এলাহী সোহেল সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নব নির্বাচিত কমিটি নিম্নরূপ

সভাপতি: আলেফ আলী,
সহ সভাপতি: এস.এম. আল মতিন ও মো: আইয়ুবুর রহমান,
সাধারণ সম্পাদক: আফতাব উদ্দিন বাবু,
যুগ্নসাধারণ সম্পাদক: উত্তম কুমার ঘোষ,
সাংগঠনিক সম্পাদক: আসলাম হোসেন,
কোষাধ্যক্ষ: আফিকুল ইসলাম,
দপ্তর সম্পাদক: হাসান সেখ,
কার্যনির্বাহী সদস্য: শরিফুল ইসলাম, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুস সাত্তার, বাবুল আকতার, ইব্রাহিম হোসেন ফকির, গোপাল জামাদার এবং বাবু চন্দ্র সরকার।

প্রি/রা/শা

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.