মঙ্গলবার | ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায়ী সচিব মশিউর রহমানকে সংবর্ধনা দিলো রাসিক

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোঃ মশিউর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে তাঁর দপ্তরকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ ও শাখার পক্ষ থেকে সদ্য বিদায়ী সচিব মোঃ মশিউর রহমানকে সম্মাননা স্মারক, ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, বাজেট-কাম-হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ। সঞ্চালনা করেন জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশু।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, গবেষণা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শাহেদুজ্জামান জীবন, ইভেন্ট ম্যানেজমেন্ট ও ট্যুরিজম শাখার ম্যানেজার ফরহাদ হোসেন আদনান, সহকারী প্রোগ্রামার রেজওয়ানুল হুদা, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, সহকারী প্রোগ্রামার হোসনে আরা, উপসচিব তৈমুর হোসেন, ভান্ডার কর্মকর্তা আহসান হাবিব খোকন, সহকারী সচিব শমসের আলী, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোঃ মশিউর রহমান গাইবান্ধা জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন।

প্রি/রা/শা

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.