নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, প্রখ্যাত ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী।
আজ শনিবার জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ দোয়া মাহফিল।
সকাল ১১.৩০মি. অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে অধ্যক্ষ মহোদয় সংক্ষিপ্ত বক্তব্যে শেখ কামালের বৈচিত্র্যময় প্রতিভা এবং নানা ক্ষেত্রে তাঁর স্বতঃস্ফূর্ত ও তাৎপর্যপূর্ণ অবদান তুলে ধরেন।
তিনি বলেন শেখ কামাল দেশের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে তিনি যে অসামান্য অবদান রেখে গেছেন জাতি তা শ্রদ্ধা ও কৃতজ্ঞাতার সাথে স্মরণ করে। তরুণ প্রজন্ম তথা শিক্ষার্থীদের তিনি শেখ কামালের কর্ম ও আদর্শ অনুসরণ করে দেশের উন্নয়নে আত্মনিয়েগের আহ্বান জানান।
পরিশেষে বাদ যোহর কলেজ জামে মসজিদে শেখ কামালসহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।
প্রি/রা/শা