বৃহস্পতিবার | ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে রাস্তার পাশে থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার (৫ আগস্ট) বেলা ১২টার দিকে মহানগরীর হেতেমখাঁ কলাবাগান এলাকায় মরদহটি পাওয়া যায়।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, ওই ব্যক্তির মরদেহটি কলাবাগান এলাকার দক্ষিণ-পশ্চিম দিকের রাস্তার পাশে পড়েছিল। পথচারীরা ওই পথে যাওয়ার সময় মরদেহটি দেখে থানায় খবর দেন। মৃতের আনুমানিক বয়স ৬৫-৭০ বছর হবে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ। শেষ পর্যন্ত তার পরিচয় না পাওয়া গেলে কোয়ান্টাম ফাউন্ডেশন বা আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে মরদেহটি দাফন করা হবে।

ওসি জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তার মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এ ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। পাশাপাশি মরদেহের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.