নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ স্বাধীনতার মহান স্থপতি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করে জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর নেতৃবৃন্দ।
আজ সকালে জাতীয় শ্রমিক লীগে রাজশাহী মহানগর এর পক্ষথেকে মান্যবর ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ওয়ালী খান এর নেতৃত্বে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অস্থায়ী নির্মিত শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করে জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর ও এর অন্তর্গত ইউনিটের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ, যুগ্ন সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সম্মানিত সদস্য বিশিষ্ট শ্রমিকনেতা আবু সেলিম, মহানগর শ্রমিক লীগ এর সহ সভাপতি এসএম আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহার আলী, আইনুল হক,সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মীর তৌফিক এলাহি, কাবাতুল্লাহ্,মনোয়ার হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাসেদ অর্থ সম্পাদক আফজাল হোসেন,সহ অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, শ্রমিক কল্যান সম্পাদক রুবেল,প্রচার ও প্রকাশনা সহ সম্পাদক আক্তার আলী, সহ দপ্তর সম্পাদক দেবব্রত সিনহা দেবু, শিক্ষা,শাহিত্য ও গবেষণা সহ সম্পাদক মেসবাউল হক,কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম সাগর, সোনালি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন এর সভাপতি সালাউদ্দিন, বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি নিয়ামত হোসেন রনি ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ফিরোজ,রাকাব সিবিএ’ র সাধারণ সম্পাদক ফরিদ হোসেন,বিএমডিএ কর্মচারী ইউনিয়ন এর সভাপতি সাত্তার ও সাধারণ সম্পাদক জীবন,রূপালী ব্যাংক সিবিএ রাজশাহীর সাধারণ সম্পাদক রুবেল, রাজশাহী ওয়াসা শ্রমিক লীগের সভাপতি আশরাফ,গ্যাস শ্রমিক লীগ রাজশাহী মহানগর এর সভাপতি জার্সিস ও সাধারণ সম্পাদক সাদ্দাম, সহ রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ রাজশাহী মহানগর, রেলওয়ে শ্রমিক লীগ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
প্রি/রা/শা