নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল লড়াই -সংগ্রাম ও আন্দোলনের নেপথ্যের প্রেরণাদায়ী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯৩ তম জম্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর এর ফুলেল শ্রদ্ধার্ঘ্য অর্পন।
আজ সকাল কুমারপাড়া মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল লড়াই -সংগ্রাম ও আন্দোলনের নেপথ্যের প্রেরণাদায়ী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯৩ তম জম্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর এর পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধার্ঘ্য অর্পন এবং বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করে।
নেতৃত্ব দেন জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ওয়ালী খান।
শ্রদ্ধার্ঘ্যকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা,যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, কেন্দ্রীয় আওয়ামী লীগ এর শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সম্মানিত সদস্য আবু সেলিম জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল হক, সহ সম্পাদক রফিকুল ইসলাম জুয়েল,সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক অনু,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তার আলী,সহ দপ্তর সম্পাদক দেবব্রত সিনহা দেবু,সহ অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আসলাম, শরিফুল ইসলাম সাগর,রাকাব সিবিএ’র সভাপতি হাসিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, বিএমডিএ কর্মচারী ইউনিয়ন এর সভাপতি সাত্তার,গ্যাস শ্রমিক লীগের সভাপতি জার্জিস ও সাধারণ সম্পাদক সাদ্দাম,জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফ, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ রাজশাহীর যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সহ রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ রাজশাহী মহানগর সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
প্রি/রা/শা