নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গমাতা সাংস্কৃতিক জোট রাজশাহীর জেলা শাখা আয়োজিত, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার আলুপট্টির মুক্তিযুদ্ধ পাঠাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ রাজকুমার সরকারের সভাপতিত্বে এবং আরিফুজ্জামান নবাবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
বঙ্গমাতার ধৈর্য, নিষ্ঠা, সহিষ্ণুতা ও বিচক্ষনতা- এই চার গুনেরে সংমিশ্রনের অধিকারী এই মহিষী নারীর জীবনী নিয়ে আলোকপাত করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজকুমার সরকার, অধ্যক্ষ রনজিত সাহা।
অধ্যাপক বিধানচন্দ্র সরকার, অধ্যাপক আক্তার বানু ও অধ্যাপক মাহবুবুর রহমান মধু সহ প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব এ্যালডিন মিন্টু বায়েন।
পরিশেষে প্রধান অতিথি বঙ্গমাতার আদর্শে অনুপানিত হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।
প্রি/রা/শা