মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সিয়ামের নতুন কৌশল, ‘ধরবেন কিন্তু ছোঁবেন না

সিনেমার প্রচারে গিয়ে নানা কৌশল অবলম্বন করেন তারকারা। এরই ধারাবাহিকতায় একটি নতুন ‘কৌশল’ প্রয়োগ করলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তবে তার নেওয়া অভিনব এ কৌশল নিয়ে রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার (২২ জুন) ‘অন্তর্জাল’ ছবির পরিচালক দীপংকর দীপন নিজের ফেসবুকে একটি স্থিরচিত্র ও একটি ভিডিও পোস্ট করেন। ১০ সেকেন্ডের সেই ভিডিওতে সিয়ামকে বলতে শোনা গেছে, ছবির প্রচারে গিয়ে নতুন ‘কৌশল’ নেওয়ার কথা।

দীপংকর দীপনের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, এক পাশে সুনেরাহ, অন্য পাশে মিমকে নিয়ে মাঝে দাঁড়িয়েছেন সিয়াম। দুই হাতে দুই নায়িকাকে জড়িয়ে ধরলেও হাতের স্পর্শ লাগছে না তাদের শরীরে। হাত দুটো কিছুটা আলগা রেখেছেন নায়ক। ক্যাপশনে পরিচালক লিখেছেন— ‘সিয়ামকে বলেছিলাম, প্রমোশনে গিয়ে নায়িকাদের হাতটাত ধরো না ভাই… শুনে সিয়াম নতুন স্ট্রাটেজি নিয়েছে।’

নির্মাতার সঙ্গে সুর মিলিয়ে পোস্ট করা ওই ভিডিওতে সিয়াম বলেন, ‘খেয়াল করে দেখেন, আমি একটা নতুন স্ট্রাটেজি হাতে নিয়েছি—দুই পাশেই হাত আছে, কিন্তু ছোঁবে না, মানে ধরব কিন্তু ছোঁব না।’

কেন হঠাৎ এমন ‘কৌশল’ নিলেন অভিনেতা এবং সেটি ঘটা করে আবার প্রচার করছেন ফেসবুকে, তা অবশ্য খোলাসা করেননি দীপন কিংবা সিয়াম কেউ-ই। তবে কথায় আছে— বুদ্ধিমানের জন্য ইঙ্গিতই যথেষ্ট।

তাই তো কারও আর বুঝতে বাকি নেই এই পোস্টে কাকে এবং কী ইঙ্গিত করা হয়েছে। গত বছর রায়হান রাফীর ‘দামাল’ সিনেমার প্রচারে গিয়ে মিমের হাত ধরেন শরিফুল রাজ। পরে এ ঘটনাকে কেন্দ্র করে তার স্ত্রী ও চিত্রনায়িকা পরীমনি ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। এমনকি রাজ-মিমের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলেও পরে অভিযোগ তোলেন তিনি।

এবার কি তেমন ঝামেলা এড়াতেই সিয়ামের এই নতুন ‘কৌশল’ নেওয়া? যদিও ওই সময় ‘হাত ধরাধরি’র ঘটনায় সিয়ামকে ‘ভালো ছেলে’র তকমা দিয়েছিলেন পরী।

প্রসঙ্গত, ‘অন্তর্জাল’ ছবির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম ও সুনেরাহ বিনতে কামাল। ছবিটি ঈদে মুক্তির কথা থাকলেও সেটি আর হচ্ছে না বলে জানান মিম। আগামী ২১ জুলাই ছবিটির নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.