নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু কলেজ রাজশাহীতে শোকাবহ আগস্ট পালন করা হয়।
সকালে সূর্যোদয়ের সাথে কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহা. শহীদুল ইসলাম জাতীয় পতাকা অর্ধনোমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করেন।
সকাল ৯.টায় অধ্যক্ষ সকল বিভাগীয় প্রধানদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও শোকাবহ আগস্ট পালন সমন্বয় কমিটির আহবায়ক মো. লুৎফর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো.মিয়াজ উদ্দিন, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ হেল শাফি, গণিত বিভাগের বিভাগীয় প্রধান মো.আব্দুস সালাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোসাম্মৎ জোহুরা খাতুন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহা.ইকবাল হোসেন ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অসীম কুমার দাস উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু কলেজ রাজশাহীর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহা. শহীদুল ইসলাম কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং শিক্ষার্থীদের পক্ষ হতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও তাঁর পরিবারের সকল শহীদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অধ্যক্ষ ১৫ই আগস্ট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রথম পর্বের অনুষ্ঠানের সঞ্চালনা করেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক জনাব মো.হাসিবুর রহমান। আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মো. হায়দার আলী দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।
প্রি/রা/শা