নিজস্ব প্রতিবেদকঃ এক বছরের বেশি সময় ধরে সিনেমা জগত থেকে দূরে রয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি। চলতি বছরের মার্চে ছেলে সন্তানের মা হয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় এই চিত্রনায়িকা। তার কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় থাকলেও কবে নাগাদ তা দর্শকদের কাছে পৌঁছাবে তা এখনো নিশ্চিত নয়।
কিন্তু বড় পর্দা থেকে দূরে থাকলেও কখনো ব্যক্তিগত জীবন কিংবা কখনো সংসার, আবার কখনো রাজনীতি-এসব নিয়ে আলোচনায় রয়েছেন মাহি। তবুও ভক্তদের মনে একটাই প্রশ্ন, আবার কবে মাহি নিয়মিত হবেন বড় পর্দায়?
এ প্রসঙ্গেই যেন নতুন ইঙ্গিত দিলেন মাহি। তিনি বলেন, নিয়মিত কাজ করার ক্ষেত্রে এখন একটু বেছে বেছে কাজ করব। কারণ আগে সিনেমা বেশি করতাম মানবিক কাজ কম করতাম। এখন মানবিক কাজগুলো বেশি করব।
তাছাড়া এখন আমার সন্তান আছে, পরিবার আছে, আরও আছে রাজনৈতিক জীবন। সবগুলো কাজে নিজেকে সময় দিতে হবে। অর্থাৎ তার কথায় যেন সিনেমা থেকে কিছুটা দূরে সরে যাওয়ার আভাসই পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, মাহি অভিনীত ‘অফিসার’ নামে একটি সিনেমা আছে মুক্তির অপেক্ষায়। এতে এই নায়িকার বিপরীতে অভিনয় করেছেন ডি এ তায়েব। সূত্রঃ যুগান্তর।
প্রি/রা/শা