কয়েক হাজার ব্যবহারকারী ইউটিউব এবং ইউটিউব টিভিতে ঢুকতে সমস্যায় পড়েছেন। ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
ডাউনডিটেক্টর ডটকমে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার রাত ৮টার দিকে ইউটিউবের ১৩ হাজারের বেশি ব্যবহারকারী এবং ইউটিউব টিভির তিন হাজারের বেশি ব্যবহারকারী সমস্যায় পড়েছেন। বাংলাদেশের সময় অনুযায়ী, আজ শুক্রবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
গুগল ও ইউটিউবের একই মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেটেড অবশ্য এ নিয়ে কিছু জানায়নি।