মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ, ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

প্রিয় রাজশাহী ডেস্কঃ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শোক প্রকাশ করায় শাকিল খান নামে শরীয়তপুরের এক ছাত্রলীগ নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার বিকাল ৩টার দিকে গোসাইরহাট উপজেলা ছাত্রলীগের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়েছে।

শfকিল খান গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

গোসাইরহাট উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইকবাল শরীফ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙিক্ষত ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে শাকিল খানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

দলীয় সূত্রে জানা যায়, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা ধরনের পোস্ট দেন শাকিল খান। তিনি রোববার আবারও তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

সেখানে তিনি লেখেন, ‘যে দলে কোনো মানুষের মৃত্যুতে শোক জানালে বহিষ্কার হতে হয়, সে দল মুসলমানের দল হতে পারে না। সূত্রঃ যুগান্তর।

প্রি/রা/শা

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.