বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

“বঙ্গবন্ধুর স্বপ্ন ও সোনার বাংলাদেশ” শিরোনামে সভা

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে “বঙ্গবন্ধুর স্বপ্ন ও সোনার বাংলাদেশ” শিরোনামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু কলেজে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে গণিত বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

নিরবতা পালন শেষে বক্তব্য দেন বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো.কামরুজ্জামান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট ও একাডেমিক সদস্য মো.আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানার অফিসার্স ইনচার্জ মো. মাহবুব আলম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও শোকাবহ আগস্ট পালন সমন্বয় কমিটির আহবায়ক মো. লুৎফর রহমান।

এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো.মিয়াজ উদ্দিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অসীম কুমার দাস, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহা.ইকবাল হোসেন এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহা. শহীদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্হিত ছিলেন।

গণিত বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরাও বক্তব্য প্রদান করে। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন গণিত বিভাগের প্রভাষক এম. জি আজম এছাড়াও বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো. আব্দুস সালাম।

প্রি/রা/শা

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.