বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফাইনাল খেলা চলাকালে রাবিতে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতি

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ বাস্কেটবল ফাইনাল খেলা চলাকালে রাষ্টবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কেন্দ্রীয় জিমনেশিয়ামে ফাইনাল খেলা চলাকালীন এ ঘটনা ঘটে। এ সময় গ্রাউন্ডে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তঃবিভাগ বাস্কেটবল-২০২৩ প্রতিযোগিতায় ১৬টি দলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও মার্কেটিং বিভাগ ফাইনাল খেলায় অংশ নেয়।

শনিবার সন্ধ্যা ৬টায় ফাইনাল খেলা শুরু হয়। বাস্কেট গ্রাউন্ডে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. এম হুমায়ুন কবির। পরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান।

খেলা হাফ টাইম অতিবাহিত হলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ২১ পয়েন্ট অর্জন করে, অন্যদিকে প্রতিপক্ষ দল মার্কেটিং বিভাগের পয়েন্ট ছিল ১৯। খেলার একপর্যায়ে দুপক্ষের শিক্ষার্থীরা নিজেদের দলের হয়ে স্লেজিং করতে থাকে। পরে স্লেজিং করাকে কেন্দ্র করে দুপক্ষের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়লে একপর্যায়ে একে অপরকে লক্ষ্য করে চেয়ার ছোড়াছুড়ি শুরু করে।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে খেলাটি স্থগিত ঘোষণা করা হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কিছু শিক্ষক আহত হন।

রাবির শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আলী জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ফাইনাল খেলাটি স্থগিত করতে হলো। পরবর্তীতে খেলা হবে কি না, বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে। খেলা চলমান পয়েন্ট থেকে হবে নাকি আবার নতুন করে শুরু হবে, সেটাও সিদ্ধান্তের মাধ্যমে জানানো হবে।

তিনি আরও জানান, আমরা যদি এ অবস্থায় খেলা পরিচালনা করি তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এজন্য প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী খেলাটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

প্রি/রা/শা

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.