নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম৭১ এর ১৮তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে মিছিল শেষে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র সদস্য রায়হানুল আলম রায়হান। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম৭১ রাজশাহী জেলা শাখা আহবায়ক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মিলন হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপেজলা সাবেক চেয়ারম্যান মোহনপুর ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য আব্দুস সামাদ, জেলা বিএনপি’র সদস্য আলী হোসেন, পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক মোজাফার হোসেন, যুগ্ম আহ্বায়ক হালিম, কাটাখালি পৌর সদস্য সচিব নাজমুল হক ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো ।
পবা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলামিন, পবা উপজেলা কৃষক দল নেতা শরিফুল, রিয়াজুল, কামাল, হিটলার, সাইফুল, মুনসুর বিএনপি নেতা জিল্লুর রহমান ও খাইবুর সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। আলোচনা শেষে কাশিয়াডাঙ্গা এলাকায় নেতৃবৃন্দ মিছিল করে কাশিয়াডাঙ্গা মোড়ে পথসভার মাধ্যমে কর্মসূচী সমাপ্ত করেন।
প্রধান অতিথি বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামে একটি ভুখন্ড হয়। আর এই ভুখন্ডের মুল নায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাঁর স্বাধীনতার ঘোষনার মধ্যে দিয়ে দেশের আপামর জনসাধারণ যুদ্ধে ঝাপিয়ে পড়ে দীর্ঘ নয়মাস যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করে স্বাধীন বাংলাদেশের রচনা করেন। এ সময়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে মুক্তিযোদ্ধাদের চিরদিন স্বরে রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম৭১ কাজ করে যাবে বলে উল্লেখ করেন তিনি।
প্রি/রা/আ