নিজস্ব প্রতিবেদকঃ জিআইজেড এর সহযোগী প্রতিষ্ঠান টিলারের আয়োজনে রাজশাহীতে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর রাস কমিউনিটি সেন্টারে আয়োজিত জব ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির সভাপতি মাসুদুর রহমান রিংকু।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেশম শিল্প মালিক সমিতির সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মোঃ লিয়াকত আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ড. আব্দুল্লা আল ফিরোজ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এস.এম ইমদাদুল হক, মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের চীফ ইনস্ট্রাক্টর আতিকুর রহমান, ওয়েব রাজশাহীর আনজুমান আরা পারভীন।
সংশ্লিষ্টরা জানান, জব ফেয়ারে ১৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
জব ফেয়ারে এসিআই গোদরেজ প্রাঃ লিঃ, প্রাণ এগ্রো লিমিটেড, রাজশাহী সিল্ক, রংরেজিনী ফ্যাশান, বিশাল বেকারী, রুডো, ভেনাস বিউটি সেন্টার, এসডি মেকওভার, নীলঞ্জনা সিল্ক ফ্যাশন, সামিহা ফ্যাশন, ইনস্ট্যান্ট গ্রুপ, নিত্য ফ্যাশন, সমতা নাসিং ইনস্টিটিউট অংশ নেয়। জব ফেয়ারে প্রায় পাঁচ শতাধিক আবেদনপত্র জমা দেন। কয়েকটি প্রতিষ্ঠান তাৎক্ষনিক চাকুরীর ব্যব¯’া করে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পত্র প্রদান করে। চাকুরী প্রার্থীরা এ আয়োজনে ভীষণ আনন্দিত। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য জিআইজেডের অর্থায়নে বিভিন্ন প্রতিষ্ঠানের ১২টি ট্রেডে ১১৫২জনকে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সে সকল দরিদ্র কর্মহীন মানুষদের কর্মসং¯’ানের লক্ষ্যেই এই জব ফেয়ারের আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
ই-সলভ প্রকল্পের হোসনে আরা বেবি সঞ্চালনায় অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন জিআইজেড আরবান ম্যানেজমেন্ট ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের এডভাইজার আকতারুজ্জামান রানা।
অনুষ্ঠানে জিএফএর ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার রাজিব রবার্ট রোজারিও, সহযোগী প্রতিষ্ঠানের রিজওনানুল হক খান, জব প্লেসমেন্ট অফিসার মেহেদী হাসান, মোঃ আকতার উজ জামান, প্রকাশ চন্দ্র রায়, সুপ্রিয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রান্তিক জনগোষ্ঠীর উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
প্রি/রা/শা