নিজস্ব প্রতিবেদকঃ নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর ) আসন থেকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস‘র জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা ১১টায় বড়াইগ্রাম পাইলট স্কুল মাঠে মরহুম আব্দুল কুদ্দুস এমপি‘র ১ম জানাজার বক্তব্যে মীর ইকবাল বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস আমার রাজনৈতিক সহযোদ্ধা ও প্রিয় বন্ধু ছিলেন। তিনি সবসময় তাঁর নির্বাচনী এলাকার জনগণের পাশে থেকে তাদের কল্যাণ ও উন্নয়নে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারালো।
বেলা ১২ টায় গুরুদাসপুর পাইলট স্কুল মাঠে মরহুম আব্দুল কুদ্দুস এমপি‘র ২য় জানাজায় অংশগ্রহণ করেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। জানাজার নামাজের পূর্বে মরহুমের মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়। বিলশা ঈদগাহ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
প্রি/রা/শা