বুধবার | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে যুবলীগের ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলেছে বিএনপির কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সভাপতি/সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী যুবলীগ নেতাদের ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলেছে বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার বিকালে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রায় অংশগ্রহণকারী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যুবলীগের ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলেছে। এ ঘটনায় মহানগর যুবলীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

আসন্ন ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সভাপতি/সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী যুবলীগ নেতারা নগরীজুড়ে ব্যানার ও ফেস্টুন সাটিয়েছেন।

এসব ব্যানার ফেস্টুনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, যুবলীগের বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ছবি ছিল। শুক্রবার বিকেলে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রায় অংশগ্রহণকারী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যুবলীগের ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলেছে।

এ ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সেই সাথে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানার তিনি।

মোহাম্মদ আলী কামাল বলেন, পরবর্তীতে এই ধরনের কর্মকান্ড ঘটলে তার দায়ভার বিএনপিকে বহন করতে হবে। এছাড়াও এ ধরণের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.