বুধবার | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী জেলা মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ‘অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন: নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ বাস্তবায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী জেলা মহিলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলার সহ-সভাপতি শাহনাজ বেগম। স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার।সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক অনুসূয়া সরকার ।

অন্যান্যদের মধ্যে আলোচনা করেন সহ সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ,সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন,প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু, লিগ্যাল এইড সম্পাদক শিখা রায় প্রমুখ।

সভা বক্তারা বলেন মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং নারীর মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে সিডও সনদের ধারা ২এব ১৬-১(গ) এর পূর্ণ বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করেন এবং বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

বক্তরা আরো বলেন,সিডও সনদ বাস্তবায়ন হলে উপকৃত হবে নারী পুরুষ অর্থাৎ পরিবার , সমাজ , দেশ। সিডর শুধুমাত্র নারীর বিষয় নয় সমাজ উপকৃত হলে পুরুষ ও উপকৃত হবে কারণ কন্যা সন্তান মা-বাবা দুজনেরই। তিনি বলেন নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় সিডও বাস্তবায়িত হোক এটাই প্রত্যাশা।

এই সভায় কিছু সুপারিশ মালা তুলে ধরা হয়- ১. সিডও বিষয় টি সহজ ভাষায় তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে।২. জাতিসংঘে প্রেরিত প্রতিবেদনের মূল বিষয়গুলো জনসম্মুখে উপস্থাপন করা। ৩.নারী বান্ধব আইনপ্রনয়ন ও বাস্তবায়নে অগ্রনী ভূমিকা রাখতে হবে। ৪. অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে নারীর অগ্রগতি যাচাই পূর্বক প্রতিবেদন প্রস্তুত করতে হবে।

প্রি/রা/শা

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.