নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী সিটি কর্পোরেশনের ইপিআই কার্যক্রম জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বেজড ম্যাপিং এর আওতায় আসছে। ইপিআই কার্যক্রম ডিজিটাইলেশন করার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের জিআইএস বেজড ম্যাপিং কার্যক্রম শুরু করতে যা”েছ।
রাজশাহী মহানগরীর কোন একটি শিশুও যেন ইপিআই কার্যক্রমের বাইরে না থাকে। সেজন্য ইপিআই জিআইএস বেজড রোড ম্যাপিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে ইপিআই সংশ্লিষ্ট মাঠকর্মীদের কাজের মনিটরিং সিস্টেমের উন্নতি ঘটবে। ইপিআই কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশন পর পর দশবার দেশে প্রথম ¯’ান অর্জন করেছে। ইপিআই জিআইএস বেজড ম্যাপিং কার্যক্রম রাজশাহী সিটি কর্পোরেশনের স্বা¯’্যসেবায় নতুন মাত্রা যোগ করবে। ইতোমধ্যে ইপিআই ইলেকট্রনিক ইমুনাইজেশন কার্যক্রম অব্যাহত রয়েছে।
রোববার সকালে এ উপলক্ষ্যে ইপিআই জিআইএস বেজড ম্যাপিং ও মাইক্রোপ্ল্যানিং শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে। নগরভবনে সিটিহল সভাকক্ষে আয়োজিত প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিচালক (স্বা¯’্য) ডাঃ মোঃ আনোয়ারুল কবীর।
রাসিকের শিক্ষা, স্বা¯’্য, পরিবার পরিকল্পনা এবং স্বা¯’্য রক্ষা ব্যব¯’া ¯’ায়ী কমিটির সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ ফারুক, ফ্যামিলি প্ল্যানিং ডিডি ডাঃ ক¯‘রি আমিনা কুইন।
স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান স্বা¯’্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম। ইপিআই জিআইএস বেজড ম্যাপিং ও মাইক্রোপ্ল্যানিং কার্যক্রম বিষয়ে তথ্য উপ¯’াপন করেন জিআইএস ইন্টারন্যাশনাল কনসালটেন্ট মি. স্যামুয়েল উলুবান মি. আইরোবি, বিশ^ স্বা¯’্য সং¯’ার ডিভিশনাল কো-অর্ডিনেটর ডাঃ একেএম কামরুজ্জামান।
ইলেকট্রনিক্স ইমুনাইজেশন আইটি বিশেষজ্ঞ মোঃ আবু ইসতিয়াক আহমেদ।
অনুষ্ঠানে রাসিকের প্রধান পরি”ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, জিআইএস ইন্টারন্যাশনাল কনসালটেন্ট মি. ড্যানিয়েল কারারিয়া, বিশ^ স্বা¯’্য সং¯’ার এসআইএমও ডাঃ মোঃ নুরুল ইসলাম, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, কুড়িগ্রাম, গাইবান্ধার এসএমআইও সহ রাসিকের মেডিকেল অফিসার, সহকারী প্রোগ্রামার ও রাসিকের স্বা¯’্য সুপারভাইজারগণ উপ¯ি’ত ছিলেন।
প্রি/রা/শা