নিজস্ব প্রতিবেদক: নগরীর হোসেনিগঞ্জ নিবাসী ও হোসেনিগঞ্জ স্বে”ছাসেবী সং¯’ার ক্রীড়া সম্পাদক অঙ্কুর খানের মাতা রোকেয়া বেওয়া আর নেই।
গতকাল রোববার রাত ৮ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না…রাজউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়েসহ অনেকগুনগ্রাহী রেখে গেছেন। আজ বাদ যোহর হোসেনিগঞ্জ এসি মসজিদে নামাজে জানাযা অনুষ্ঠিত হয় ও জানাযা শেষে হেতম খাঁ গোর¯’ানে দাফন কার্য সম্পর্ন হয়।
এদিকে হোসেনিগঞ্জ স্বে”ছাসেবী সং¯’ার ক্রীড়া সম্পাদক অঙ্কুর খানের মাতা রোকেয়া বেওয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হোসেনিগঞ্জ স্বে”ছাসেবী সং¯’ার নেতৃবৃন্দ।
গতকাল রোববার এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিবৃতি দাতারা হলেন হোসেনিগঞ্জ স্বে”ছাসেবী সং¯’ার উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলার রাসেল জামান, উপদেষ্টা আরশাদ হোসেন, হাসানুজ্জামান, নবীউল ইসলাম সাগর, রাকিব হোসেন, সভাপতি মহিবুল্লাহ শেখ মুন্না, সহ-সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক সোবহান শেখ শাহিন, কোষাধক্ষ্য মীর জাহাঙ্গীর আলী, প্রচার সম্পাদক আল-ফাত্তা সামাদ প্রমুখ।