নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। টিম সমন্বয়ক হিসেবে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট এফ.এম জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক নুর আলম খান পাপ্পু।
এই টিমের অন্যান্যরা হলেন, সহ-সভাপতি লে, কর্ণেল (অব) রমজান আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সাত্তার ও মজিবুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ- যুব ও ক্রীড়া সম্পাদক মীর রাশেদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান উইন, সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতিক, শেখ শফিউল আলম মানিক, জালাল উদ্দিন, মোজাম্মেল হোসেন ও রেজাউল করিম স্বপন।
এই কমিটি অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হারুণ-উর- রশীদ সিআইপি ও সাধারণ সম্পাদক তামজীদ বিন রহমান তুর্য।
প্রি/রা/শা