নিজস্ব প্রতিবেদক : আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩ রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা নির্বাচনের মনোনয়ন উত্তোলন শুরু হয়েছে।
আজ শনিবার নওদাপাড়া আন্তঃজেলা বাস টার্মিনালের ইউনিয়ন অফিস কার্যালয় থেকে বিভিন্ন পদে ৫৯ জন মনোনয়ন পত্র উত্তোলন করেছেন।
এবার সভাপতি পদে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন জাহাঙ্গীর আলম, কামাল হোসেন রবি, হামিদুল আলম সাজু। সাধারণ সম্পাদক পদে মাহাতাব হোসেন চৌধুরী ও মমিনুল ইসলাম মোমিন মনোনয়নপত্র উত্তোলন করেন।
সহ-সভাপতি পদে ৫ জন, এছাড়াও বিভিন্ন পদে মনোনয়ন পত্র উত্তোলন করেন। মনোনয়ন পত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আলহাজ রফিকুল ইসলাম রফিকসহ অন্যান্য নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।
প্রি/রা/আ