সোমবার | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নারীর কাছে ৭ লাখ টাকা ঘুস দাবি, রাজশাহীর চারঘাট থানার ওসি মাহবুবুল আলম প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: সাত লাখ টাকা দিলেই মুক্তভাবে মাদক ব্যবসা করতে দেবেন রাজশাহীর চারঘাট থানার ওসি মাহবুবুল আলম। শুধু তাই নয়- আরও দুই লাখ টাকা দিলে জেলা ডিবির দুই কর্মকর্তাকে বদলির ব্যবস্থা করাবেন তিনি।

থানা কম্পাউন্ডে নিজের বিশ্রামকক্ষে- কারাগারে থাকা এক ‘মাদক ব্যবসায়ীর’ স্ত্রীর সঙ্গে মুখোমুখি আলাপের সময় এমন কথা বলেন ওসি মাহবুব।

ওসির ঘনিষ্ঠ এসব আলাপের অডিও ক্লিপ শনিবার ফাঁস হলে রাতেই তাকে থানা থেকে পুলিশ লাইনে ক্লোজড্ করা হয়।

ঘটনা তদন্তে রোববার তিন সদস্যের কমিটি গঠন করেছেন রাজশাহী পুলিশ সুপার মো. সাইফুর রহমান। জেলার একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পুলিশ কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন ফাঁস হওয়া অডিও ক্লিপটি ওসি মাহবুবের।

খোঁজ নিয়ে জানা গেছে, ওসি মাহবুব মাদক কারবারির স্ত্রীর সঙ্গে যেসব আলাপ করেন তা গোপন রেকর্ডিং যন্ত্রে রেকর্ড করা হয় বলে জেলা পুলিশ কর্মকর্তাদের ধারণা। মোট ৬ মিনিট ৫৩ সেকেন্ডের অডিওতে ওসির কথোপকথনে উঠে এসেছে পুলিশের ভেতরের চাঞ্চল্যকর অনেক অজানা কাহিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি মাহবুবুল আলম বলেন, আমার কাছেও অডিওটা এসেছে। কিন্তু কীভাবে হয়েছে আমি জানি না। এর বেশি কিছু বলা সম্ভব নয়। রোববার দুপুরে ফোন দিলে তিনি জানান, তাকে লাইনে ক্লোজড করা হয়েছে।

প্রি/রা/আ

 

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.