বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌণে ১২টার দিকে উপজেলার কানসাট-চৌডালা সড়কের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের গাজীপুর বারিক বাজার এলাকার ইসকত আলীর স্ত্রী খলেস বেগম (৭০) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার ধীরেন ভকতের ছেলে ততন ভকত (৩৩)।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, কানসাট থেকে ছেড়ে আসা একটি ট্রলি চৌডালার দিকে যাচ্ছিল।

এসময় বিপরীত দিক আসা একটি সিএনজির সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খলেশ বেগম ও ততন ভকত নিহত হন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শষ্যা বিশিষ্ট জেলা চাঁপাইনবাবগঞ্জ মর্গে পাঠানো হয়।

তবে চালক ট্রলি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.