বৃহস্পতিবার | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর ক্রিকেট কোচ নুরুজ্জামানের জানাজার নামাজ সম্পন্ন

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর জনপ্রিয় ক্রিকেট কোচ ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য নুরুজ্জামান নুরু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে রামেক হাসপাতালে মারা যান।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বাদ জোহর দুটি জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রথম জানাজার নামাজ নগরীর লক্ষীপুর ঝাউতলা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত নগরীর সিঅ্যান্ডবি মোড়ে। জানাজার নামাজ শেষে হেতেমখাঁ গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার শাহনেয়াজ শহীদ শানু, রফিকুল ইসলাম, ক্রীড়া সংগঠক আবুল হোসেন, ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা, মোসাদ্দেকুল কুদ্দুস সেলিম, এস এম সালাহউদ্দীন রতন, রইস উদ্দিন আহমেদ বাবু, আলী আক্তার তপন, বৈকালি সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানাসহ বৈকালির পরিবারের সকল সদস্য ও কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.