শুক্রবার | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জেল হত্যা দিবসে মহানগর মৎস্যজীবী লীগের বিভিন্ন কর্মসুচি পালন

নিজস্ব প্রতিবেদকঃ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধায় যথাযথ মর্যাদায় রাজশাহীতে শহীদ এএইচএম কামারুজ্জামানসহ জাতীয় চার নেতাকে স্মরণ করেছে রাজশাহী মহানগর মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দরা।

০৩ নভেম্বর শুক্রবার রাজশাহী মহানগর মৎস্যজীবী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচিতে পালন করা হয়।

আজ সকাল সাড়ে ৯টায় শিরোইল এলাকায় অবস্থিত দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালি শুরু হয়ে কাদিরগঞ্জে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ কামারুজ্জামানের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ, পরে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ রাজশাহী মহানগর কমিটির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা।

এছাড়াও সদস্য সচিব হাসিবুল ইসলাম, হায়দার আলী প্রমুখ বক্তব্য রাখেন।

শোকসভা শেষে অসহায় গরীব মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

প্রি/রা/তো

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.