প্রিয় রাজশাহী ডেস্কঃ পাকিস্তান ম্যাচের পর ঢাকা ফিরেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার লিটন দাস। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন তিনি।
পারিবারিক কারণ হওয়ায় বোর্ড তাকে দু’দিনের ছুটি দিয়েছিল। কথা ছিল, সব ঠিকঠাক থাকলে শুক্রবার দলে যোগ দিয়ে অনুশীলন করবেন তিনি।
কথা মতো, লিটন দিল্লি ফিরেছেন। বিষয়টি দিল্লি থেকে সমকালের ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা পিয়াল নিশ্চিত করেছেন। তবে এদিন দলের অনুশীলন বাতিল হয়েছে বলে জানা গেছে। লিটনকে তাই ভ্রমণক্লান্তি নিয়ে অনুশীলন করার দরকার পড়ছে না।
ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। জয়ে আসর শুরু করলেও পরের ৬ ম্যাচে হেরেছে হাথুরুসিংহের দল।
সোমবার সাকিবের নেতৃত্বে বাংলাদেশ দল শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বাংলাদেশের লক্ষ্য এখন বিশ্বকাপে পয়েন্ট টেবিলে অন্তত সাত-আটে থেকে শেষ করা। যাতে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পারে দেশ।