শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনি তরুণদের আল-আকসায় ঢুকতে দিল না ইসরায়েলি বাহিনী

প্রিয় রাজশাহী ডেস্কঃ শুক্রবার জুমার নামাজের জন্য জেরুসালেমের আল-আকসা মসজিদে প্রবেশ করতে চাইলে ফিলিস্তিনি তরুণদের বাধা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর: আলজাজিরা’র

এক পর্যায়ে ফিলিস্তিনি তরুণদের সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ বেধে যায়।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৪ বছরের নিচে যাদের বয়স বা তারও বেশি বয়সের তরুণদের আল-আকসা মসজিদে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ইসরায়েলি বাহিনী সেখানে কড়া নজরদারি করছে।

পূর্ব জেরুসালেমে বসবাসকারী ফিলিস্তিনিদের গত কয়েক সপ্তাহ ধরে কঠিন সময় পার করতে হচ্ছে। পরিবারের বয়স্কদের সঙ্গে ছাড়া তরুণ ও শিশুদের একা ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না।

প্রি/রা/তো

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.