প্রিয় রাজশাহী ডেস্কঃ উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লার জন্মদিন আগামী ১৭ নভেম্বর। গেলো বছর তার জন্মদিন উপলক্ষ্যে ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’এর আয়োজনে রুনা লায়লার ৭০’তম জন্মদিন উদযাপিত হয়েছিলো বেশ বড় আয়োজনের মাদ্যমে।
তবে এবার জন্মদিনের সময়টাতে তিনি ঢাকায় থাকছেন না। যে কারণে ‘চ্যানেল আই সেরাকন্ঠ ২০২৩’এর প্রকল্প প্রধান ও অনুষ্ঠান পরিচালক ইজাজ খান স্বপন এখন পর্যন্ত ফাইনালে উঠে আসার তেরো জন প্রতিযোগিকে নিয়ে এবারের প্রতিযোগিতার বিশেষ বিচারক রুনা লায়লা’র জন্য বিশেষ একটা কিছু করতে যাচ্ছেন বলে জানিয়েছেন।
স্বপন বলেন, ‘শুধু আমাদের অনুষ্ঠানের বিশেষ বিচারক বলেই নয়, রুনা আপাতো আমাদের দেশের গর্ব, উপমহাদেশের গর্ব। এমন একজন সঙ্গীত ব্যক্তিত্বকে নিয়ে আমি আমরা কিছু একটা করতে যাচ্ছি এবারের চ্যানেল আই সেরাকন্ঠ’র ফাইনালে উঠে আসা সবাইকে নিয়ে। আমরা শনিবার রুনা আপা’র কাছে যাবো। তবে কী করতে যাচ্ছি তা আগে থেকেই বলতে চাচ্ছিনা। রুনা আপার জন্য অনেক অনেক শুভ কামনা। তিনি আমাদের সঙ্গে আাছেন এই আয়োজনে এটা সত্যিই আমাদের জন্য অনেক বড় কিছু, অবশ্যই অনেক বড় প্রাপ্তিও বটে।’
প্রি/রা/তো