নিজস্ব প্রতিবেদক: ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে বিনম্র শ্রদ্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
দিবসটি স্মরণে আজ শুক্রবার সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অবস্থিত স্বাধীনতা চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ আসাদুল্লা হিল গালিবের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় সভাপতি-সম্পাদকসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ যুব মহিলা লীগের সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্নার নেতৃত্বে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও পুস্পস্তবক অর্পন করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দরা।
এসময় বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
শ্রদ্ধাঞ্জলী ও পুস্পস্তবক অর্পনকালে রাজশাহী বিশ্ববিদালয়ের সহকারী অধ্যাপক রেজভী আহমেদ ভূঁইয়া, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজসহ মহানগর ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অনুষদ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার আত্নার মাগফেরাত কামনা করে বাদ জুম্মা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রি/রা/তো