বৃহস্পতিবার | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জেল হত্যা দিবসে পুঠিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ০৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে রাজশাহীর পুঠিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এ আয়োজন করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।

এসময় পুঠিয়া উপজলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টিপু, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম শাখাওয়াত হোসেন বাশার, ইউনিয়ন পরিষদের সদস্য মিলনসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রি/রা/তো

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.