বৃহস্পতিবার | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর বোমারু জাহিদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে বোমা তৈরি ও সরবরাহের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম জাহিদ হাসান (২৯)। তিনি নগরীর লক্ষীপুর বাকির মোড় এলাকার মৃত মজনু মিয়ার ছেলে এবং নগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর (আরএমপি) পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম।

পুলিশের দেয়া তথ্য মতে, গ্রেপ্তারকৃত জাহিদ হাসান চিহ্নিত সন্ত্রাসী। তিনি নিজে বোমা তৈরি করে বিভিন্ন কায়দায় তা সরবরাহ করতেন।

সম্প্রতি হরতাল ও অবরোধকে কেন্দ্র করে যেসকল পিকেটারকে আটক করা হয়েছে তাদের দেয়া তথ্য মতে, জাহিদ ককটেল সরবরাহ করতেন। পরবর্তিতে পুলিশ রোববার সকালে অভিযান চালিয়ে তাকে লক্ষীপুর বাকির মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে।

নগরীর বোয়ালিয়া থানায় বিষ্ফোরক দ্রব্য আইনে করা পূর্বের একটি মামলায় জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান, আরএমপির বিশেষ শাখার অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম।

প্রি/রা/তো

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.