মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি জনগণের ভয়ে গুহায় লুকিয়েছে : তথ্যমন্ত্রী

প্রিয় রাজশাহী ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির অবরোধ ডাকা আর নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘোষণার মধ্যে কোনো পার্থক্য নেই। তারা তালেবান-ইসরায়েল স্টাইলে হামলা চালাচ্ছে। জনগণের ভয়ে বিএনপি নেতাকর্মীরা গুহায় লুকিয়ে আছে। সেখান থেকেই অনলাইনে কর্মসূচি দিচ্ছে।

রোববার সচিবালয়ে নিজ দফতরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, যে কেউ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে। কিন্তু বিএনপি অবরোধের নামে মানুষের জানমালের ওপর হামলা চালাচ্ছে। এসব অপকর্ম মেনে নেয়া হবে না।

তিনি আরো বলেন, গাজায় ইসরায়েলি হামলা-বর্বরতা নিয়ে বিএনপি এখন পর্যন্ত একটি শব্দও উচ্চারণ করেনি। কারণ তারা এমন বর্বরতা সবসময় পছন্দ করে। বিএনপি এখন আর রাজনৈতিক দল নেই, সন্ত্রাসী দল হয়ে গেছে। এই দলের সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড করেই ক্ষান্ত হচ্ছে না, দেশের উন্নয়ন নিয়ে বিদেশে বসে গুজবও রাটাচ্ছে। বিভিন্ন দেশের বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করছে সরকার। বিদেশে বসে যারা গুজব ছড়াচ্ছে, তাদের সেখানেই আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে সেসব দেশের বাঙালি কমিউনিটিও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১২টি দেশের বাজার থেকে বাংলাদেশের কারখানায় তৈরি হওয়া নানা ব্র্যান্ডের পোশাক তুলে নেয়া হচ্ছে। এমন সংবাদ ভুল। যে পত্রিকা এ প্রতিবেদন প্রকাশ করেছে তাদের জবাবদিহি করতে হবে।

প্রি/রা/তো

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.