মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সেঞ্চুরিতে শচীনকে ছুঁলেন কোহলি, ভারতের রান ৩২৬

প্রিয় রাজশাহী ডেস্কঃ রান মেশিন বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করেছেন। ওয়ানডে ক্রিকেটে শচীন টেন্ডুলকারের সমান সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। তার সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রানের পুঁজি পেয়েছে ভারত।

রোববার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাট করতে নামে ভারত। ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল ঝড়ো শুরু করেন। রোহিত ২৪ বলে ছয়টি চার ও দুই ছক্কায় ৪০ রানের ইনিংস খেলে আউট হন। এরপর গিল ফিরে যান ২৩ রান করে। ভারত ১০.৩ ওভারে ৯৩ রান তুললেও উইকেট হারায় ২টি।

স্পিন বোলিংয়ে ক্রিজে থাকা বিরাট কোহলি ও চারে নামা শ্রেয়াস আয়ারকে চেপে ধরে দক্ষিণ আফ্রিকা। লেগ স্পিনার তাবরেজ শামসি ও বাঁ-হাতি স্পিনার কেশন মহারাজের ঘূর্ণিতে সুবিধা করতে পারছিল না ভারত। পরের ১০ ওভারে মাত্র ৩৩ রান তুলতে পারে স্বাগতিকরা।

ওই ধাক্কা সামলে কোহলি ও আয়ার ১৩০ রানের জুটি গড়েন। আয়ার ফিরে যান ৮৭ বলে ৭৭ রান করে। তিনি সাতটি চারের সঙ্গে দুটি ছক্কার শট তোলেন। বিরাট খেলেন ১২১ বলে হার না মানা ১০১ রানের ইনিংস। তিনি ১০টি ক্লাসিক চারের শটে ওই রান করেন। এছাড়া শেষে সূর্যকুমার যাদব ১৪ বলে পাঁচ চারে ২২ ও রবীন্দ্র জাদেজা ১৫ বলে তিন চার ও এক ছক্কায় ২৯ রানের ইনিংস খেলেন।

বিরাট কোহলি তার ২৮৯ ওয়ানডে ক্যারিয়ারে ৪৯টি সেঞ্চুরি করেছেন। শচীন ৪৬৩ ম্যাচ খেলে যে কীর্তি গড়েছিলেন। একটি সেঞ্চুরি হলে কোহলি ছাড়িয়ে যাবেন শচীনকে। প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ সেঞ্চুরির কীর্তি গড়বেন। শচীন তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০০ সেঞ্চুরি করেছেন। কোহলি তিন ফরম্যাট মিলিয়ে ৭৯টি সেঞ্চুরি করেছেন।

প্রি/রা/তো

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.