বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় যুদ্ধের কারণে ইউক্রেনের উপর থেকে মনোযোগ সরে যাচ্ছে: জেলেনস্কি

প্রিয় রাজশাহী ডেস্কঃ গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত ইউক্রেন যুদ্ধের উপর থেকে ‘আন্তর্জাতিক অঙ্গনের নজর সরিয়ে নিচ্ছে’ বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির

তিনি বলেন, রাশিয়া এমনটাই চেয়েছে এবং এটা ‘তাদের লক্ষ্যগুলো একটি’।

২০২২ সালের ফ্রেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে রাশিয়া। যে যুদ্ধে এখন অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করেন। দেশটির শীর্ষ সামরিক জেনারেলের সাম্প্রতিক একটি মূল্যায়নেও বিষয়টি উঠে এসেছে। যদিও জেলেনস্কি তা মানতে নারাজ।

বিবিসি জানায়, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ইউক্রেইন সফরে গিয়েছেন। রাজধানী কিইভে শনিবার তাকে সাথে নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে আসেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখানে তিনি বলেন, ‌’মধ্যপ্রাচ্যের যুদ্ধ যে ইউক্রেইনের উপর থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে সেটা বেশ পরিষ্কার। রাশিয়া এটাই চাইছিল। তারা চাইছে মনোযোগ দুর্বল হয়ে পড়ুক। তবে আমি আবারও বলছি, সবকিছু আমাদের দখলে আছে।’

প্রি/রা/তো

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.